Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ জেলায় বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি

সারাবাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৩ ১২:৫৬

ঢাকা: বিকাশের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, নড়াইল ও দিনাজপুর জেলার ১৪টি বিদ্যালয়ে সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দিয়ে এ বছর ৩৩ হাজার ৬০০ বই বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রায় চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে তিন লাখ বই বিতরণ করেছে বিকাশ। এর মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পাঁচটি এবং চুয়াডাঙ্গা, নড়াইল ও দিনাজপুরের তিনটি করে বিদ্যালয়ে এবার বই পড়া কর্মসূচি সম্প্রসারিত হলো। এসব জেলায় পৃথক চারটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী এবং বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন অতিথিরা।

চট্টগ্রামের অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান, চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, নড়াইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এবং দিনাজপুর চিরিরবন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার ও বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), ইভিপি এবং রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হুমায়ুন কবির। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

শিক্ষার্থীদের পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ গড়ে তোলার উদ্দেশে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে গত নয় বছর ধরে কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর