মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
৩ অক্টোবর ২০২৩ ২৩:৪৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ২৩:৪৭
ঢাকা: রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শাহআলী এলাকায় রয়েল সিটির গেটের পাশে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। মৃতরা হলেন- রুবেল দাস (২৫) ও হৃদয় দাস (২৪)। এ ছাড়া জামাল মিয়া নামে একজন আহত হন।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম সালাউদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রয়েল সিটির গেটের পাশে চেনকপ্পা মেশিন দিয়ে মাল আনলোড করছিল। সময় তাদের হাতে থাকা লোহার পাইপ বাইরের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে হৃদয় ও রুবেল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর জামাল মিয়া নামে একজন সামান্য আহত হয়।
তিনি জানান, নিহত দুই জনের বাড়ি রংপুর জেলার কাহারোল উপজেলায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম