সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৬৩ শতাংশ
৩ অক্টোবর ২০২৩ ২০:০৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ২১:০৯
ঢাকা: দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। তার আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। আগের মাস, অর্থাৎ আগস্টে এ হার ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।
একই সঙ্গে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও আগস্টের তুলনায় কমেছে। সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমকি ৮২ শতাংশ। যা আগস্ট মাসে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ। তবে সব সূচকে কমলেও সেপ্টেম্বরে খাদ্যবর্হিভুত মূল্যস্ফীতি বেড়েছে গ্রামে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৭ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, আগেস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ. আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।
সারাবাংলা/জেজে/একে