Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে জোড়া ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ১৮:০৬

প্রতীকী ছবি

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম নেপালে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

নেপালে প্রথমে স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর ২৫ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পটি হয়। দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভজহাং।

নেপালের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পশ্চিম নেপালের বিভিন্ন এলাকায় ঘর ভাঙার খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

নেপাল ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর