Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন, কুরুচিপূর্ণ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৩ ১৭:৫১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ২১:০৯

ঢাকা: বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অশালীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা অশালীন ও কুরুচিপূর্ণ। এটি কল্পনার বাইরে। তার বক্তব্যে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে। এগুলোর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’

‘খালেদা জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত হওয়ায় তিনি বিদেশ চিকিৎসা নিতে পারবেন না’— সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আসামিদের বিদেশ চিকিৎসার দৃষ্টান্ত নতুন না। ইতঃপূর্বে দেশে এবং বিদেশে এ রকম দৃষ্টান্ত আছে। সরকারের সদিচ্ছা থাকলে এটি সম্ভব। এর আগে জেএসডি নেতা আ স ম আব্দুর রব দণ্ডপ্রাপ্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিতে গিয়েছেন। পাকিস্তানের নেওয়াজ শরীফ দণ্ডপ্রাপ্ত থাকা অবস্থায় ইমরান খানের সরকার বিদেশে চিকিৎসার সুযোগ দিয়েছেন।’

খালেদা জিয়ার চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে গণতান্ত্রিক সব প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশনেত্রী উন্নত চিকিৎসার করতে দিচ্ছে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। জনগণের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।’

‘খালেদা জিয়াকে এই পরিস্থিতির রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা’- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রশ্নই ওঠে না। বেগম খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে তো নয়, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাব না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা জোর করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে পারব না। একজন প্রবীণ নাগরিকের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারে সরকার অন্যায়ভাবে বাধা দিচ্ছে। আইনের দোহাই দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি ভালো হবে না। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। আমরা গণতান্ত্রিক উপায়ে যা করার দরকার করে যাব। গণতন্ত্র বিশ্বাস করি বলেই এখনো আমরা এ ভাষায় কথা বলি। যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিমুল প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

খালেদা জিয়া টপ নিউজ প্রধানমন্ত্রী ফখরুল বিএনপি শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর