রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ
৩ অক্টোবর ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ১৬:০২
বাগেরহাট: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী এমভি ইয়োমান ওরলা নামক একটি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ জেটিতে নোঙ্গর করে জাহাজটি।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা জাহাজ নোঙ্গরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬৬৮ প্যাকেজের ২ হাজার ১২১.৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বাণিজ্যিক জাহাজটি ছেড়ে আসে।
আমদানি করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর সেখান থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।
সারাবাংলা/জেজে/এমও