৫.৬% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের
স্টাফ করেসপেন্ডন্ট
৩ অক্টোবর ২০২৩ ১২:২২
৩ অক্টোবর ২০২৩ ১২:২২
ঢাকা: চলতি অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হতে পারে জানিয়েছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে ৪টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের চিফ ইকোনমিস্ট বানার্ড হ্যাভেন, ইকোনমিস্ট নাজমুস সাদাত এবং যোগাযোগ বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব।
এসময় ‘সাউথ এশিয়ান ডেভলপমেন্ট আপডেট’ও প্রকাশ করা হয়।
সারাবাংলা/জেজে/এমও