শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ৭ অক্টোবর
৩ অক্টোবর ২০২৩ ০৯:৩০ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ১২:২৩
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হবে আগামী ৭ অক্টোবর। এ উপলক্ষে নানা প্রস্তুতিও নেওয়া হয়েছে। নতুন এই টার্মিনালের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।
জানা গেছে, তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গ চালুর পর শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী হ্যান্ডলিং ক্ষমতা দাঁড়াবে ২০ মিলিয়ন, যা এখন মাত্র ৮ মিলিয়ন। মোট ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৃতীয় টার্মিনালটি ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গ মিটার। যেখানে রয়েছে ১৭৭টি চেক-ইন কাউন্টার, ৬৪টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক এবং ৬৪টি আগমন ইমিগ্রেশন ডেস্ক।
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধনের করবেন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অধিকাংশ সুযোগ-সুবিধা সম্বলিত পুরো টার্মিনাল ভবনটি এখন দৃশ্যমান এবং অভ্যন্তরীণ সজ্জা ও বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আংশিক উদ্বোধনের জন্য আমাদের ৯০ শতাংশ কাজ শেষ করা দরকার। এখন পর্যন্ত ৮৯ শতাংশ কাজ হয়েছে।’
আগামী বছরের শেষের দিকে টার্মিনালটি যাত্রীদের ব্যবহারের জন্য পুরোপুরি চালু হবে এবং ৭ অক্টোবর থেকে এয়ারলাইন্সগুলো টার্মিনালের নতুন পার্কিং লট ব্যবহার করতে পারবে জানিয়ে ক্যাব প্রধান বলেন, ‘নতুন টার্মিনালটি বিশ্বমানের সব সুযোগ-সুবিধা ও যাত্রী পরিষেবা দিয়ে দেশের চিত্র পাল্টে দেবে। আংশিক উদ্বোধনের পর সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্যালিব্রেশনের কাজ শুরু হবে এবং আগামী ৮ মাসের মধ্যে এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।’
তৃতীয় টার্মিনালের ডাবল এন্ট্রি ব্রিজসহ ১২টি বোর্ডিং গেট আগামী বছরের মধ্যে চালু হবে এবং পরবর্তী ১৪টি বোর্ডিং ব্রিজ পরবর্তীতে চালু হবে বলে আশা করা হচ্ছে। ৩৭টি নতুন এয়ারক্রাফট পার্কিং এরিয়া এবং এপ্রোন এলাকায় সংযোগকারী দু’টি ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। নির্মাণ প্রকল্পটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়। প্রকল্পে মোট ২১ হাজার ৩০০ কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে সরকার দিয়েছে ৫ হাজার কোটি টাকা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পটিতে অবশিষ্ট অর্থায়ন করেছে।
সারাবাংলা/এমও
টপ নিউজ তৃতীয় টার্মিনাল শাহজালাল বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর