Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসক্রো বাস্তবায়ন কমিটিতে থাকবেন ই-কমার্স ব্যবসায়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ২২:৩১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ০০:২১

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ই-কমার্স খাতের ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: ই-কমার্স প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক চালু করেছিল এসক্রো সার্ভিস। এবার এই সেবাটি বাস্তবায়নে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসক্রো বাস্তবায়ন কমিটিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) প্রতিনিধি ছাড়াও ই-কমার্স খাতের ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২ অক্টোবর) এফবিসিসিআই ও ইক্যাব প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সাক্ষাৎ শেষে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। এ সময় কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সহসভাপতি ও ইক্যাব সভাপতি শমী কায়সারের নেতৃত্বে বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ইক্যাব পরিচালক ও অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসফিন আলম, ইক্যাব পরিচালক মো. ইলমুল হক সজীব, অনন্য রায়হান প্রমুখ।

ই-কমার্স খাতের সহযোগিতায় পাশে থাকার জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বৈঠকে শমী কায়সার বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের ই-কমার্স খাত এগিয়ে যাচ্ছে। এই খাতে নারীদের অংশগ্রহণ আগের যেকোনো সময়ের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

শমী কায়সার আরও বলেন, বৈশ্বিক বাজারে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের ই-কমার্স খাতকে আরও সমৃদ্ধ করতে নীতিগত পর্যায়ে কিছু কাজ করতে চাই আমরা। এ ক্ষেত্রে ক্রস বর্ডার ই-কমার্সে মডিফিকেশন অত্যন্ত জরুরি। ই-কমার্স খাতে এখনো কিছু প্রতিবন্ধকতা আছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে পলিসি সামিট করবে এফবিসিসিআই।

সাক্ষাতে ক্রেডিট কার্ডের ক্যাপ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান শমী কায়সার। বিষয়টি বিবেচনায় নিয়ে পরে প্রয়োজনে বাড়ানো হবে বলে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে কিছু দিকনির্দেশনাও দেওয়া হয়।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতে বেসরকারি খাতের প্রতিনিধি দলের সদস্যরা এসক্রো বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটার উৎসাহিত করতে এবং প্রতারণা এড়াতে ‘মার্চেন্ট অ্যাকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালা ২০২৩’ নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালা আরও সংশোধন ও এর বাস্তবায়নে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কমিটিতে এফবিসিসিআই, ইক্যাবসহ ই-কমার্স খাতের ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনকে অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ই-কমার্স খাত এখনো নতুন। সম্ভাবনাময় এই খাতে এখনো অনেক কিছু করার সুযোগ রয়েছে। সব বাধা অতিক্রম করে শিগগিরই ই-কমার্স খাত সামনে এগিয়ে যাবে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ জানান তিনি।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ই-কমার্স এসক্রো বাংলাদেশ ব্যাংক শমী কায়সার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর