Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রিল্যান্সারদের আয়ে উৎসে কর কাটা যাবে না: কেন্দ্রীয় ব্যাংক

স্পেশাল কসেপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ২২:০২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ০৯:৫২

ঢাকা: ফ্রিল্যান্সারদের বিদেশি আয়ের বিপরীতে কোনো ধরনের উৎসে কর না কাটার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী, আইটি ফ্রি ল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা যাবে না।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের এক নির্দেশনায় ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বলা হয়।

তবে বিষয়টি নিয়ে একধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হবে বলে অনেকে ধারণা করেন। তাই বিষয়টি স্পষ্ট করতে নতুন নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

সারাবাংলা/জিএস/পিটিএম

উৎসে কর ফ্রি-ল্যান্সার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর