Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী টানেলে অগ্নি নিরাপত্তা মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ২১:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চলতি মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাওয়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের ভেতরে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে নবনির্মিত এ টানেলে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। আগামী দুই একদিন পরে টানেল ঘিরে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মহড়ায় অংশ নেওয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, মহড়ার সময় পরীক্ষামূলকভাবে একটি গাড়িতে আগুন লাগানো হয় এবং সেটা কীভাবে বের করে আনা হবে, তার মহড়া চলে। টানেলের ভেতরে কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত হলে দ্রুত সময়ের মধ্যে সেটা সরিয়ে নেওয়ার বিষয়টিও মহড়ায় অন্তর্ভুক্ত ছিল। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২৫ জন্য সদস্য এবং পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এণ্ড অপারেশন) এস এম মাহবুব উদ্দিন বলেন, ‘নিরাপত্তার পরিকল্পনার বিষয়টি মাথায় রেখে এ মহড়া হয়েছে। যাতে আগামী ২৮ অক্টোবর উদ্ধোধন অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করা যায়।’

 

আগামী ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ অক্টোবর টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এখন পর্যন্ত কাজের অগ্রগতি সাড়ে ৯৮ শতাংশ। টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

বঙ্গবন্ধু টানেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর