Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে লাবিবার বাংলা শেখার চ্যানেল

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ২১:৫৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ০৯:০৭

ঢাকা: অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে আইন বিভাগে অনার্স করছেন লাবিবা। আইনের এই তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী ইউটিউবে চালু করেছেন এলটিউব নামে বাংলা ভাষা শেখার চ্যানেল। যার মাধ্যমে প্রবাসী বাঙালিদের ছোট ছোট বাচ্চারা বিদেশি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও শেখার সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় বাংলা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুলেও ছোট ছোট ছেলেমেয়ের বাংলা ভাষা শেখান লাবিবা।

লাবিবা জানান, বিদেশে অনেক বাচ্চা নিজের মাতৃভাষা বাংলা শিখতে অনিচ্ছুক থাকে। বাংলা কমিউনিটিতে বাংলা ভাষা যেন হারিয়ে না যায় সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, বেশিরভাগ কমিউনিটি স্কুলে ভাষা শেখান প্রবাসীরা। ক্লাসগুলো ইংরেজি ও বাংলার সংমিশ্রণে হতে হয়। বাচ্চারা অনেক ক্ষেত্রেই উচ্চারণগত কারণে শিক্ষকদের ইংরেজি বুঝতে পারে না।

লাবিবা হাসান বলেন, ‘এ ব্যাপারটা অনুধাবন করেই আমি বাংলা ভাষার জন্য কোর্স তৈরি করেছি। প্রথমটায় অনেক সীমাবদ্ধতা থাকলে কোর্সটি আমরা আরও সমৃদ্ধ করব।’

ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সমৃদ্ধ নিজস্ব সংস্কৃতি রয়েছে। বিদেশি সংস্কৃতির পাশাপাশি বাচ্চারা নিজেদের সংস্কৃতি সম্পর্কেও জানুক। আর এটি জানার মাধ্যম তো পরিবার এবং ভাষা।’

নিজের চ্যানেলটি সম্পর্কে স্বস্তি প্রকাশ করে লাবিবা বলেন, ‘কোনো বাণিজ্যিক উদ্দেশে এই চ্যানেলটি চালু করা হয়নি। বাচ্চাদের বাংলা ভাষার সঙ্গে পরিচিত করতে পারলেই আমাদের উদ্দেশ্য সার্থক।’

ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে লাবিবা বলেন, ‘স্থানীয় বাঙালি কমিউনিটির প্রেরণা পাচ্ছি। আমার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বীকৃতি সার্টিফিকেট দিয়েছে একটি বাঙালি গ্রুপ। ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও বানানোর পরিকল্পনা রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইউটিউব বাংলা ভাষা শেখার চ্যানেল লাবিবা

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর