অস্ত্রসহ আরসা প্রধানের সহকারী গ্রেফতার
২ অক্টোবর ২০২৩ ২০:৪১
কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার কুতুপালং থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতা উল্লাহ আবু জুনুনীর একান্ত সহকারী তুমব্রু সীমান্তের সাব্বির আহমেদ মো. এরশাদ প্রকাশ নোমান চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২ অক্টোবর) দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি আরসা প্রধান আতা উল্লাহ আবু জুনুনীর একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আরও বলেন, তার নেতৃত্বে ও নির্দেশনায় বিভিন্ন ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল। এছাড়াও এরশাদ দীর্ঘদিন ধরে আরসার অর্থ সমন্বয় করে আসছিল বিভিন্ন দেশের অর্থ সরবারহকারীদের সঙ্গে।
সারাবাংলা/ওএফএইচ/এনএস
আতা উল্লাহ আবু জুনুনী আরসা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি টপ নিউজ সাব্বির আহমেদ মো. এরশাদ