Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১৯:২৯

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন নিহত মজিবুল হক (৬৫)।

সোমবার (২ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে উত্তর বাড্ডা প্রগতী স্মরনী রোড ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ মজিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম পারভেজ জানান, আজ বিকেলে ওই ব্যক্তি প্রগতি সরণি রোডের ওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার নাম পরিচয় গেছে। ওই ব্যক্তির বাড়ি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড থানার লালাখান গ্রামে। সাভার নবীনগরে তার মেয়ের বাসায় এসেছিলেন।

ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এনএস

পথচারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর