ঢাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
২ অক্টোবর ২০২৩ ১৯:০৮ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ২১:৫৭
ঢাকা: বাংলাদেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। বাংলাদেশ আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৬টা ৪৫ মিনিটে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে।
গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান ও চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
এদিকে হবিগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে ভূমিকম্প অনূভূত হওয়ার খবর পাওয়া গেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আজকের ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ৫ সেকেন্ডের মতো।
সারাবাংলা/ইউজে/এনএস