Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১৫:৪৮

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে সন্ত্রাসীরা যাতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘এরইমধ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপির কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

সোমবার (২ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার। কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ আয়োজন করে ডিএমপি।

বিজ্ঞাপন

হাবিবুর রহমান বলেন, ‘অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে ডিএমপির পুলিশ সদস্যদের যথেষ্ট সাহস ও শক্তি রয়েছে। রাজধানীকে নিরাপদ রাখতে যা যা করা প্রয়োজন সবকিছুই করবে ডিএমপি।’

সাম্প্রতিককালে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছে, তেজগাঁওয়ে গুলির ঘটনায় একজন নিহতও হয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘জামিন একটি বিচারিক প্রক্রিয়া। অপরাধীরা জামিনে বের হয়ে আসে এবং পুনরায় একই কাজ করছে। সেক্ষেত্রে পুলিশের কিছু করার থাকে না। যারা জামিনে বা জেল থেকে মুক্ত হয়ে বের হয়েছে তাদের নজরদারি করতে এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপির সক্ষমতা রয়েছে।’

‘হারুন কাণ্ডে’র বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘এই ঘটনায় তদন্ত চলছে। পুলিশের অংশটুকু আমরা তদন্ত করছি। যতটুকু অপরাধ করেছে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ততটুকু শাস্তি নিশ্চিত করা হবে।’

সারাবাংলা/ইউজে/এমও

অবৈধ অস্ত্র ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর