Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১৩:২২ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ২১:৫৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জেরে চারণকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, হামলার ঘটনায় রাধাপদ রায়ের ছেলে জুগল রায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘কবি রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা। তার নিজ এলাকাতেই এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম। তাকে বেডের ব্যবস্থা করে দিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় একমাস আগে একটি শালিশ বৈঠকে আসামিদের সঙ্গে রাধাপদ রায়ের কথা কাটাকাটি হয়। তারই জেরে পরিকল্পিতভাবে পথরোধ করে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চারণকবি রাধাপদ রায়ের ওপর আক্রমণ চালায় মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তিনি সেখানেই চিকিৎসাধীন।

অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে।

রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বৃদ্ধ বাবাকে তারা যেভাবে মারছে, তা বলে শেষ করতে পারবো না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাধাপদ রায় জীবনে বেশিদূর পড়ালেখা করতে পারেননি। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া পেলেছে। ইতিমধ্যে তার লেখা ‘কেয়ামতের নমুনা, জানি কিন্তু মানি না’ শিরোনামে কবিতাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আঞ্চলিক ভাষায় রাধাপদ রায়ের লেখা শতাধিক গান ও কবিতা রয়েছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ রাধাপদ রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর