Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১০:৫৪

দিনাজপুর: ভারতের ‘গান্ধী জয়ন্তী দিবস’ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম।

তবে সোমবার (২ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চলছে।

দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছে ভারতের ব্যবসায়ীরা। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, ‘সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি টপ নিউজ হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর