Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডেঙ্গু নির্মূলে প্রয়োজন নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতা’

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ২৩:৪৩

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শুধু সিটি করপোরেশন বা সরকারি সংস্থা দিয়ে এডিস মশাকে নির্মূল করা কঠিন। প্রয়োজন নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ডেঙ্গুর মতো রোগের প্রাদুর্ভাব বাড়বে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

বিজ্ঞাপন

রোববার (১ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক সভায় এ মন্তব্য করেন। সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে ‘ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রূপ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এডিসকে বলা হয় এলিট মশা। কারণ, তা পরিষ্কার পানিতে জন্ম নেয়। এডিস মশা নর্দমা কিংবা নালা বা খালবিল ও বনজঙ্গলে জন্ম নেয় না। এডিস মশার বংশবৃদ্ধি বাসা বাড়ি, ছাদবাগান, প্লাস্টিকের পরিত্যক্ত জিনিস, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারে জমাটবদ্ধ পানি থেকে হতে পারে। এমনকি বাসার বাথরুমের কমোড দীর্ঘদিন ফ্লাশ না করলে তাতেও এডিস মশা জন্মানোর উপযুক্ত জায়গা। তাই যখনই থেমে থেমে বৃষ্টি হয় এবং তারপরে গরম পড়ে এ ধরনের আবহাওয়ায় আমাদের নাগরিকদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা জরুরি। আমাদের সচেতনতাই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হ্রাস করতে সহায়তা করবে।’

তাজুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এ বছর বেশি। কারণ, আমাদের এখানে থেমে থেমে যে বৃষ্টি হয়। তাতে এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক।’

স্থানীয় সরকারমন্ত্রী এ সময় আমাদের নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বলেন, ‘তবে শুধু ব্যক্তির সচেতন হলে হবে না, সমাজের সবাইকে সচেতন হতে হবে। দশজন সচেতন হলেও একজন অসচেতন থাকলে সবার ডেঙ্গুর ভয়াবহতার মোকাবিলা করতে হতে পারে।’ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নাগরিক আন্দোলন জরুরি বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রী সভায় জাতীয় কমিটির সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শোনেন। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়।

সারাবাংলা/আরএফ/পিটিএম

ডেঙ্গু স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর