Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ১৭:২৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৮:২৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া গ্রামের রবিউলের ছেলে লালন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ জুন চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া গ্রামের লালনকে ৮৪ পিস বুপ্রেনরফাইন এ্যাম্পুলসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যশেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।

দু’জন আসামির মধ্যে লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও অপর আসামি আযম আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা মাদক মামলা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর