Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ১৭:০৯

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। কামাল হোসেন (৪৬) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকঢাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে। সে বরিশাল গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার ডিসি নম্বর (৪৪)।

বিজ্ঞাপন

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তাদের প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে সে দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপেক্ষা করছিল। প্রথম পরীক্ষায় সে শতভাগ নম্বরও পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অপেক্ষারত থাকা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় সকাল আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উপপরিদর্শক কামাল হোসেন ১৯৯৭ সালে পুলিশে যোগদান করেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশের এডিশনাল ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি নজরুল ইসলাম জানিয়েছেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন বলেন, ‘অচেতন অবস্থায় ওই উপপরিদর্শকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি করা অবস্থায় তার মৃত্যু হয়।’

সারাবাংলা/এমও

পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর