Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি বিজয়ের মুখোমুখি : নোমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার এখন লাইফ সাপোর্টে, যে কোনো সময় বিদায়ের সাইরেন বেজে উঠবে। বিএনপি বিজয়ের মুখোমুখি আর আওয়ামী লীগ পরাজয়ের দ্বারপ্রান্তে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সাগরিকা মাঠে পাহাড়তলী থানা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ৫ অক্টোবরের কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচির সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভোটচোর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কেউ আবেদন করলে গিনেসবুক কর্তৃপক্ষ ভোট চোর হিসেবে তাদের আখ্যা দেবে। বিশ্বে তারা বন্ধুহীন একঘরে হয়ে গেছে, কারণ ভোট চোরদের কেউ বন্ধুর তালিকায় রাখতে চাচ্ছে না। সরকারের অপকর্মের খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে।’

রোডমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগের একদফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। কোনো ষড়যন্ত্র, চক্রান্ত করে আওয়ামী লীগ আর পার পাবে না। বিএনপি বিজয়ের মুখোমুখি আর আওয়ামী লীগ পরাজয়ের দ্বারপ্রান্তে।’

সভায় দলটির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘পুলিশ প্রশাসনকে সরকারের আজ্ঞাবহ না হয়ে জনগণের চোখের ভাষা বোঝার চেষ্টা করার অনুরোধ করছি। সরকারের অবৈধ আদেশ নির্দেশ মেনে কোনো লাভ হবে না, কারণ সরকারের কর্তাব্যক্তিরা পালানোর পথ খুঁজছে। তারা যে কোনোসময় পালিয়ে যাবে, কিন্তু আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘আন্দোলনের সূতিকাগার চট্টগ্রাম থেকে সরকারের পতনের চূড়ান্ত ঘণ্টা বাজবে। চট্টগ্রামের রোডমার্চ কর্মসূচি সারাদেশে গণজাগরণ সৃষ্টি করবে। সরকার পতনের এক দফা আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে ‘

পাহাড়তলী থানা বিএনপির সভাপতি বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়ার সঞ্চালনায় সমাবেশে নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগরের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ আন্দোলন টপ নিউজ নোমান বিএনপি সরকার পতন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর