Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩২

প্রতীকী ছবি

খাগড়াছড়ি: জেলার রামগড় উপজেলায় বজ্রপাতে বিশু লক্ষ্মী ত্রিপুরা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিশু লক্ষ্মী ওই এলাকার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত বিকট শব্দ হচ্ছিল। আজ (শুক্রবার) সন্ধা ৫টার দিকে নিজ ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গুরুত্বর আহত হন তিনি। আহত অবস্থায় বিশু লক্ষ্মীকে পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ জানান, বজ্রপাতে নিহত নারীর সুরতাহাল করা হয়েছে। ঘটনাস্থল পার্শ্ববর্তী রামগড় উপজেলা হওয়ায় বিষয়টি রামগড় থানা পুলিশকে অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জেএম/এনএস

বজ্রপাত রামগড় উপজেলা