Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লন্ডন থেকে নির্বাচন করলেও তারেক রহমান জিতবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৩

চট্টগ্রাম ব্যুরো: তারেক রহমান লন্ডন থেকে নির্বাচন করলেও জিতবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে ৫ অক্টোবরের রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘শত বাধা-বিপত্তি পেরিয়ে বিএনপি আজ জনগণের দল হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে মাফিয়া সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন করছে। আজ বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আর আওয়ামী লীগ বিগত নির্বাচনের মতো আরেকটি নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে।’

‘কারণ তারা জানে, যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারেক রহমান লন্ডন থেকে নির্বাচন করলেও জিতে যাবে। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। আগামী নির্বাচন হতে হবে নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’

শাহজাহান আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার নয়। শেখ হাসিনাকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজ সরকারের অবস্থান দেশেও নেই, বিদেশেও নেই। আমরা সরকারের পতনের দাবিতে একদফার আন্দোলনে আছি। বিজয় আমাদের হবেই। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

দলটির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন সভায় বলেন, ‘আওয়ামী লীগ এখন পালাবার পথ খুঁজছে। গুম-খুনের সঙ্গে জড়িতরা যাতে পালাতে না পারে, সেজন্য চট্টগ্রামে পাহারা বসাতে হবে। এখন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে ক্ষমতা থেকে বিদায় নেবে।’

বিজ্ঞাপন

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর পরিচালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, নগরের যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মুফিজুল হক ভূঁইয়া, নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

সারাবাংলা/আরডি/এনএস

তারেক রহমান বিএনপি মোহাম্মদ শাহজাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর