Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে কিশোর নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। ছাত্রলীগ নিহত কিশোরকে তাদের কর্মী বলে দাবি করেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজমপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত জাহেদ হোসেন রুমনের (১৬) উপজেলার ওসমানপুর ইউনিয়নের মৃত নুরে জামানের ছেলে।

জানা গেছে, কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে ৫ অক্টোবরের রোডমার্চ উপলক্ষে আজমপুর বাজারে কর্মীসভা করছিল উপজেলা বিএনপি। একইসময় বাজারের অপরপাশে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের জমায়েত ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে উভয়পক্ষে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রুমনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বিএনপি কর্মীসভা করছিল। তবে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগ বাজারে প্রায়ই সভা-সমাবেশ করে। তাদের কোনো কর্মসূচির বিষয়ও আমরা জানতাম না। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক কিশোর মারা গেছে। ছাত্রলীগের নেতারা ওই কিশোর তাদের কর্মী বলে আমাদের জানিয়েছেন। আরও ২-৩ জন আহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।’

সারাবাংলা/আরডি/এনএস

আওয়ামী লীগ চট্টগ্রাম টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর