Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিফাইনালে বিএনপি ডিফিট খেয়েছে: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:২১

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। বেগম জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টা আল্টিমেটাল দিয়েছিলেন। সেই ৪৮ ঘণ্টা পার হয়ে এখন ৭২ ঘণ্টা হয়ে গেছে। সুতরাং সেমিফাইনালে তারা ডিফিট খেয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠার ৫১ বছর পর আগামীকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই প্রথম ঢাকার বুকে কৃষক মহাসমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগের এই অঙ্গসংগঠনটি।

হাছান মাহমুদ বলেন, ‘বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না কাউকে। সেমিফাইনালে ডিফিট খেয়েছে, এখন ফাইনাল খেলতে পারবে কি না সেই শঙ্কার মধ্যে আছে। সেমিফাইনালে আপনারা পরাজিত হয়েছেন। বেগম জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টা আল্টিমেটাল দিয়েছিল। সেই ৪৮ ঘণ্টা পার হয়ে এখন ৭২ ঘণ্টা হয়ে গেছে। সুতরাং সেমিফাইনালে তারা ডিফিট খেয়ে গেছে। আমরা খেলে জিততে চাই।’

তিনি বলেন, ‘আপনারা আসুন কিংবা না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা ভেবেছেন দুধের ফিডার খাওয়াতে খাওয়াতে কোলে করে আপনাদের দোলনায় করে ক্ষমতায় বসিয়ে দেবে। এই দেশের মানুষ তা হতে দেবে না। আওয়ামী লীগ হতে দেবে না।’

বিজ্ঞাপন

সামনের দিনগুলোতে কৃষকলীগের নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে তারা এই কৃষকলীগের কাছে কতটুকু ঠিকতে পারে সেটি আমরা দেখতে চাই। আগামীকাল কৃষকলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেঠে মহাসমাবেশের ডাক দিয়েছে। সেখানে সবাই অংশগ্রহণ করবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ কালকের সমাবেশটা একটু লক্ষ্য করার জন্য, আসেন এবং দেখেন। প্রয়োজনে যদি উনি আসলে বক্তব্যও দিতে পারবেন।’

তিনি বলেন, ‘কৃষক লীগ সুশৃঙ্খল একটি সংগঠন। আগামীকাল ঢাকায় তারা প্রথম মহাসমাবেশ করবে। এতে কোনো ধরনের সংঘাত হবে না। একইসঙ্গে সারাদেশ থেকে কৃষকরা এই সমাবেশে উপস্থিত হবেন।’

আলোচনা সভায় কৃষক লীগের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উন্ম কুলছুম স্মৃতি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর