Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫২

প্রতীকী ছবি

বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলা খাদাশ এলাকা থেকে ১২ দিন আগে নিখোঁজ সাগর (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর থানা পুলিশ ও পিবিআই ডোবার কচুরিপানার নিচ থেকে সাগরের লাশ উদ্ধার করে। মৃত সাগর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকার খাদাশ পশ্চিম পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি সাগর। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি পর গত ২৩ সেপ্টেম্বর থানায় জিডি করে। এরপর থেকে থানা পুলিশের সঙ্গে পিবিআই তদন্ত করছিল।

পিবিআই জানায়, এ ঘটনায় তদন্তকালে তারা প্রথমে একজন, পরে আরও দুই জনকে আটক করে। তাদের দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার হয়। এ বিষয়ে পিবিআই আর বেশি কিছু জানায়নি।

পুলিশ আরও জানায়, হত্যার পর সাগরের বাড়ির পার্শ্ববর্তী এলাকার একটি ডোবার কচুরিপানার নিচে তার লাশ পুঁতে রাখা হয়েছিল। লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

সারাবাংলা/এএইচএম/এনএস

বগুড়া লাশ উদ্ধার শাজাহানপুর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর