Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার হচ্ছে দেশের প্রথম রেলওয়ে স্টেশনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৯

চুয়াডাঙ্গা: ১৮৫৯ সালে নির্মিত দেশের প্রথম রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ শুরু হয়েছে। ১০ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৬৯০ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্বরে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

বিজ্ঞাপন

প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, ‘এদেশের রেল যোগাযোগের অভাবনীয় উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আগে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। এ সরকারের ভাল মানসিকতা থাকায় সে ব্যবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নের ফলে যাত্রী সেবা বাড়বে এবং যাত্রীরা রেল ভ্রমণে আরও স্বাচ্ছ্যন্দ অনুভব করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ও প্রধান প্রকৌশলী আসাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

রেলওয়ে স্টেশন সংস্কার

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর