খিলক্ষেতে বাসায় থাকা ককটেল বিস্ফোরণে নারী আহত
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪১
ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ জামতলা বালুর মাঠ এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় ফেরদৌসী আক্তার (৩০) এক নারী আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই ঘটনায় তার স্বামী ও ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালের দিকে এ ঘটনাটি ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খিলক্ষেত জামতলা বালুরমাঠ এলাকায় আড়াই থেকে তিন বছর যাবত একটি বাসায় ভাড়া থাকেন মো. নূরে আলম ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার। সেই বাসাটি পরিবর্তন করে এখন নতুন বাসায় যাওয়ার প্রস্তুতি চলছিল তাদের। বাসার মালামাল গোছানোর সময় বাসার ভেতরেই ককটেল বিস্ফোরণে শরীরে স্প্লিন্টারের আঘাত ও পাশাপাশি ফেরদৌসী আক্তার সামান্য দগ্ধ হয়। বর্তমানে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ককটেলগুলো তারাই সেখানে মজুদ রেখেছিলেন। সেটাই বিস্ফোরণে তিনি আহত হয়েছেন। এই ঘটনায় আহতের স্বামী ও ভাই মাইনুল পুলিশ হেফাজতে আছেন। নাশকতার কাজের জন্য ককটেল গুলো ব্যবহার করা হতো কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে চকলেট বোমা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/এনইউ