Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০১:০০

ঢাকা: বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নয় রোগী মারা গেছে। এর মাঝে ঢাকায় মৃত্যু হয়েছে তিন জনের, ঢাকার বাইরে ছয় জনের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে দুই হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৬৮৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে এক লাখ ৯৯ হাজার ১৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮১ হাজার ৮৮৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন এক লাখ ১৭ হাজার ৩০১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৪৫৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৩৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৮ হাজার ৪২৪ জন। এর মাঝে ঢাকায় ৭৭ হাজার ৮০৩ এবং ঢাকার বাইরে এক লাখ ১০ হাজার ৬২১ জন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর