খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আবারও চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ চিঠি দেন তিনি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন— এরই মধ্যে ওই চিঠি আইনমন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বাইরে পাঠানোর জন্য দুই-তিন দিন আগে শামীম ইস্কান্দার সাহেব এসেছিলেন। আইনি জটিলতার কারণে চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। উনি (আইনমন্ত্রী) এখন ব্যাখ্যা দেবেন।’
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সারাবাংলাকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।’
বিএনপি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে ভেতরে ভেতরে যোগাযোগ ও আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার ব্যাপারে সরকার ইতিবাচক মনোভাব দেখালে নির্বাচন নিয়ে এক টেবিলে বসতে রাজি বিএনপি।’
চিঠি প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার সাহেব পরিবারের পক্ষ থেকে আবেদন করেছেন। সরকার দেবে কি না, জানি না। আমরা আমাদের কাজটা করছি। দেখা যাক এখন কী হয়।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন তাকে। কেবিনে রেখেই তার চিকিৎসা চলছে।’
সারাবাংলা/এজেড/একে