Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৭

জয়পুরহাট: জয়পুরহাটে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট রেলস্টেশনে থেকে ছাড়ে। এ সময় তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। এতে একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর