Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসীদের গুলিতে আইনজীবীর মৃত্যু: আসামি হিমেল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৬

ঢাকা: তেজগাঁও বিজি প্রেস এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বিল্লাহ ওরফে হিমেলের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) বি এম রানা দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার এলাকা থেকে হিমেলকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। পরে দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়া আরিফুর নামে আরেক পথচারীও আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এই ঘটনার পরের দিন তার স্ত্রী রত্না রাণী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

সারাবাংলা/এআই/একে

আইনজীবী ভুবন রিমান্ড হিমেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর