৩ ঘণ্টার পথ মাত্র ৩০ মিনিটে!
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬
ঢাকা: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে সরকারি ছুটি, সঙ্গে সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে মোট তিন দিনের ছুটিতে গেছে দেশ। টানা তিনদিনের ছুটিতে রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা। কয়েকদিনের তীব্র যানজটের পর নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিক গতিতেই ছুটছে যানবাহন। যানজট না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী।
মিরপুর-১২ নম্বর থেকে বাসে উঠে মাত্র ৩০ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন সাব্বির নামের এক ব্যক্তি। তিনি জানান, ব্যবসায়িক কাজে প্রায়ই তাকে মিরপুর-১২ থেকে থেকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় আসতে হয়। অন্য দিনগুলোতে ১৫ দশমিক ৩ কিলোমিটারের এই রাস্তা দিয়ে আসতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়। কিন্তু আজ মাত্র ৩০ মিনিটে চলে এসেছেন।
ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিল, যাত্রাবাড়ী, মৌচাক, মালিবাগ, বাড্ডা, বিশ্বরোড, বনানী, গুলশান, শাহাবাগ, ফার্মগেট, মিরপুর, শেওরাপাড়া অঞ্চলের রাস্তাগুলোতে যানবাহনে তেমন চাপ নেই।
রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কে নেই কোনো যানজট। মূল সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও রিকশার দাপট রয়েছে। সড়কে হাতেগোনা কয়েকটি বাস চললেও তাতে যাত্রীর সংখ্যা কম। সবখানেই প্রায় ফাঁকা ফাঁকা ভাব।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, টানা তিনদিনের ছুটি কাজে লাগিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। কেউ গেছেন গ্রামের বাড়িতে আবার কেউবা পরিবার নিয়ে বেড়াতে গেছেন কোনো পর্যটন এলাকায়। যার কারণে রাজধানীর সড়কে কমেছে মানুষের চাপ।
মিরপুর থেকে থেকে সায়েদাবাদগামী বিকল্প বাসের চালক রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, অন্য দিন অফিস টাইমে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত আসতে দুই থেকে তিন ঘণ্টা লেগে যায়। আর যদি কোনো রাজনৈতিক কর্মসূচি থেকে তাহলে দিনে সর্বোচ্চ চার ট্রিপের বেশি দিতে পারি না। গতকাল রাত থেকে গাড়ি চালিয়ে বেশ মজা পাচ্ছি।
পাঠাও চালক মোমিনুর রহমান বলেন, সকাল থেকে যানবাহন কম থাকায় যাত্রী ভাল পাচ্ছি বলা চলে। সবচেয়ে শান্তি লাগছে কোথাও থামতে হচ্ছে না। দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারছি। আজকে প্রথম খ্যাপ দিলাম উত্তরা রাজলক্ষ্মী। মনে হলে কী গেলাম আর আসলাম।
ছুটির দিনে রাস্তার পরিস্থিতি নিয়ে রাজধানীর মতিঝিল-আরামবাগে কর্মরত ট্র্যাফিক পুলিশ সদস্য সনজিব হালদার সারাবাংলাকে বলেন, টানা তিন দিনের ছুটি পেয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বহু মানুষ ঢাকা ছেড়েছে। সে কারণে রাস্তায় গাড়ির অনেক চাপ ছিল। কিন্তু আজ থেকে রাস্তায় গাড়ির চাপ অনেক কমে গেছে। যানজট নেই বললেই চলে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, বুধবার রাত থেকে সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, রাঙামাটি জেলাগুলোতে চলাচল করা বাসের টিকিট শেষ হয়ে গেছে। প্রতিটি গাড়ি ভর্তি করে গন্তব্যে পৌঁছেছে। আবার বৃহস্পতিবার সকালেও ঢাকা ছেড়েছে বহু মানুষ। ফলে রাজধানী ঢাকার ওপর থেকে মানুষ ও যানবাহনের চাপ অনেকটা কমেছে।
সারাবাংলা/জেআর/এনইউ