রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তা নিহত
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নিহতের দুই বোনসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মীরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এস এম জাহিদ (৪৬) চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলায়।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন সারাবাংলাকে জানান, জাহিদকে বহনকারী চট্টগ্রামমুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে খায়। এতে জাহিদসহ ওই গাড়িতে থাকা চার জন আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরিদর্শক জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, আহত তিন জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
সহকর্মী মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার সারাবাংলাকে জানান, ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন নিহত জাহিদ। সদ্য বদলি হয়ে তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগ দিয়েছিলেন। তার স্ত্রী সৈয়দা রেশমা খানম পুলিশ পরিদর্শক হিসেবে কুষ্টিয়া জেলায় কর্মরত আছেন।
কুষ্টিয়া থেকে জাহিদ তার ছেলে, দুই বোন, বোনদের মেয়েসহ বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা মর্জিনা জানান।
সারাবাংলা/আরডি/পিটিএম