Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে ওয়াগনার বাহিনী: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:১২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৪

ছবি: সিএনএন

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনারের সেনারা আবারও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তারা দেশটির পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ফিরেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর সিএনএন।

গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চলের সৈন্যদের ডেপুটি কমান্ডার (কমিউনিকেশন) সেরহি চেরেভাতি বলেছন, সাবেক ওয়াগনার যেসব যোদ্ধারা ইউক্রেনে ফিরে গিয়েছিলেন তারা এখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা এর অধিভুক্ত কাঠামোর হয়ে কাজ করছে। তারা কোনো ইউনিট হিসাবে নয়, ব্যক্তি হিসাবে যোগদান করেছে।

বিজ্ঞাপন

চেরেভাতি সিএনএনকে বলেছেন, ‘ বর্তমানে তাদের মধ্যে শতাধিক আমাদের পূর্ব ফ্রন্টের বিভিন্ন এলাকায় রয়েছেন।’

পূর্ব ইউক্রেনের শহর বাখমুত থেকে গত মে’তে নিজেদের প্রত্যাহার করে রুশ সামরিক বাহিনীর কাছে অঞ্চলটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেছিল ওয়াগনার যোদ্ধারা।

গত জুনে ওয়াগনার যোদ্ধাদের ব্যর্থ বিদ্রোহের পরে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছিলেন, ক্রেমলিন এই গ্রুপটিকে রাশিয়ান সামরিক বাহিনীতে আরও একীভূত করতে চাইবে।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ওয়াগনার বাহিনী টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর