Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৯

ঢাকা: অভিবাসীদের অধিকার আদায়ে দেশে বড় পরিসরে ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে। সাতটি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন প্লাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স’। সংগঠনটি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী গুলশানের একটি হোটেলে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ছয়টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একটি মহিলা গৃহকর্মী ইউনিয়নের সমন্বয়ে এই ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে। আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের একটি পরিচালনা পরিষদ নির্বাচন করেছে।

নতুন এই ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। তিনি বলেন, ‘আমরা অভিবাসী শ্রমিকদের অধিকারের কথা বিচ্ছিন্নভাবে বলে আসছিলাম। এখন থেকে আমরা তাদের অধিকারের কথা আরও বেশি বেশি করে বলব।’

প্ল্যাটফর্মের অন্য প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ারকার্স ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন এবং জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।

প্ল্যাটফর্মটিতে ৪জন সহযোগী প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে যাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই। তারা হচ্ছে সলিডারিটি সেন্টার-বাংলাদেশ, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি, আওয়াজ ফাউন্ডেশন এবং বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম বলেন, ‘উদ্যোগটি খুবই চমকপদ্র। এখন পর্যন্ত সুশীল সমাজের সংগঠনগুলো মূলত অভিবাসন সমস্যা নিয়ে কাজ করত। কিন্তু সাংগঠনটিভাবেও এখন কাজ হবে।’

ট্রেড ইউনিয়নের পরিচালনা পরিষদের গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দন কুমার দে এবং সদস্য সচিব লিলি গোমেজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল।

সারাবাংলা/ইএইচটি/এমও

অভিবাসী শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর