Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৬

প্রতীকী ছবি

দিনাজপুর: জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন- জয়া বর্মন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বোনডাঙ্গা গ্রামের স্বপল রায়ের স্ত্রী। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জয়া বর্মনের ১৩ বছরের একটি রয়েছে। তিনি লালমনিহাট জেলার বান্দরকুড়ার প্রভাস রায়ের কন্যা। স্বামী ও স্ত্রী মিলে ফকিরপাড়ার একটি ভাড়া বাসা থাকতেন। জয়া দিনাজপুর বাস টার্মিনালে হোটেল সাউদিয়ায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হোটেলের কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জয়া। হঠাৎ টার্মিনাল এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আগে তার ডান বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও গলা, গাল, মাথাসহ বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে।

নিহত গৃহবধূর স্বামী স্বপন রায় বলেন, ‘জয়া বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে কথা বলতো। এ নিয়ে কয়েকবার তাকে জিজ্ঞাসা করেছি। কিন্তু সে পরিবারের সঙ্গে কথা বলছে বলে বিষয়টি আড়াল করে। ঘটনার সময় আমি অফিসে ছিলাম। পরে লোক মারফত জানতে পারি যে, আমার স্ত্রীকে কে যেন কুপিয়েছে।’

ওসি ফরিদ জানান, গৃহবধূর মরদেহ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর