Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবিধান সমুন্নত রাখার প্রত্যয় প্রধান বিচারপতির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৩

ঢাকা: ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংবিধান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘সব বিভাগকে সক্রিয় রাখা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। প্রধান বিচারপতি হিসেবে আমি সংবিধান সমুন্নত রাখার প্রতিজ্ঞা করেছি।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’ আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি বলেন, ‘অতীতে নানা দায়িত্ব পালনকালে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় এবং সংবিধান সমুন্নত রাখায় কাজ করেছি। প্রধান বিচারপতি হিসেবেও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘হাওর, জঙ্গল মইষের সিংয়ের ময়মনসিংহ থেকে একজন মানুষের প্রধান বিচারপতি পদে আসীন হওয়া অত্যন্ত গর্বের। কেননা অন্য অঞ্চলের মতো এই হাওর অধ্যুষিত অঞ্চলে শিক্ষা গ্রহণ সহজ ছিল না। কাঁদা, জঙ্গল, পানি পার হয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়েছে। সেখান থেকে তিনি বিচার বিভাগের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। এটি অত্যন্ত গর্বের।’ এ সময় তিনি আদালতের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলা প্রচলনের দাবি জানান।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে যেন ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন সমুন্নত রাখতে পারি সেই লক্ষ্য রাখতে হবে। বৃহত্তর ময়মনসিংহের মানুষ গুণীজনকে সম্মানিত করে। আমরা আশা করি ভবিষ্যতে আরও কীর্তিমান মানুষ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে দেশের সেবায় এগিয়ে আসবেন।’

বিজ্ঞাপন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফুল হাসান খসরু বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় যখন আসে তখন ওবায়দুল হাসান হাইকোর্টের আইনজীবী ছিলেন। সেই সরকারের নির্যাতন ও মামলার খড়গে যখন আমরা নিষ্পেষিত ছিলাম তখন তিনি বিনামূল্যে আওয়ামী লীগের নেতাদের মামলা লড়েছেন। প্রধান বিচারপতি হিসেবে তিনি বিচার বিভাগে নতুন যুগের সূচনা করবেন বলে আমার বিশ্বাস।’

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান ওবায়দুল হাসানের নিয়োগ পাওয়া আমাদের জন্য গর্বের।’ তিনি আদালতে মামলার জট কমাতে নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন উর রশীদ তার বক্তব্যে প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহের সন্তান ওবায়দুল হাসানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া পুরো এলাকাবাসীর গর্ব।’

সারাবাংলা/ইএইচটি/এমও

প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর