Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ মেগা দুর্নীতি করেছে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪

নারায়ণগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক ফতুল্লার ভূঁইগড় এলাকায় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে এই সমাবেশ করা হয়।

বিজ্ঞাপন

আব্দুল মঈন খান বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে না, দেশের ১৮ কোটি মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আন্দোলন করা হচ্ছে। সরকার যদি ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে কেন ভয় পায়।‘

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও সাবেক মেয়র খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূইয়া দিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে, দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ মঈন খান মেগা দুর্নীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর