আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোডের নুরজাহান কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। ওই কমিউনিটি সেন্টারে নিজের সমর্থিত নেতাকর্মীদের নিয়ে সমাবেশের আয়োজন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমি একটি সমাবেশের আয়োজন করেছিলাম। সেখানে কোনো কথাবার্তা ছাড়াই ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে হামলা চালানো হয়।’
তিনি বলেন, ‘এতে নারী পুরুষসহ ২৫ নেতাকর্মী আহত হয়। এইমাত্র এক নারীকে মেডিকেলে ভর্তি করালাম। আহত অনেককেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাকে এসে জিজ্ঞেস করছে আমি কে? কার পারমিশন নিয়ে আমি প্রোগ্রাম করছি। এখানে এমপি মোশাররফ ও তার ছেলে ছাড়া আর কেউ কোনো প্রোগ্রাম করতে পারবে না। আমি ওয়ান এলেভেনের সময় দিনরাত দলের জন্য খেটেছি, রাজপথে সংগ্রাম করেছি। বিএনপি নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছি। অথচ আজ আমিই আওয়ামী লীগের সমাবেশ করতে বাধা পাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ হলে সেখানে ওয়ার্ড, উপজেলা বা জেলা সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থাকেন। তাদের না জানিয়ে কোনো প্রোগ্রাম করা হলে সেটা আওয়ামী লীগের প্রোগ্রাম বলে বিবেচ্য হয় না। আওয়ামী লীগকে নিধন করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সেটা কখনও হতে দেওয়া যাবে না। কে কোথায় হামলা করেছে বা হয়েছে এ বিষয়ে আমি জানি না।’
হামলার বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। জানতে চাইলে ডিউটি অফিসার সালেহ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘মারামারির ঘটনা শুনেছি। তবে কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এর বেশি কিছু জানি না।’
সারাবাংলা/আইসি/পিটিএম