Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার উথলী ইউনিয়নের মোল্লাবাড়িতে সড়কের পাশে থাকা গাছের নুইয়ে পড়া ডাল পাশকাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ছোট ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মাহফুজুর রহমান (১৭) চুয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকার রামনগর এলাকার হাসিবুল ইসলামের ছেলে। আহত মাহমুদুল হাসান নয়ন (১৭) ওই একই এলাকার জিনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, হতাহত মাহফুজুর রহমান ও মাহমুদুল হাসান নয়ন পরস্পর বন্ধু। এরা দুজন ওই সময় সন্তোষপুর থেকে দর্শনার দিকে ফিরছিল। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের ডাল নুইয়ে পড়েছিল। সেটাকে পাশকাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা থেকে জীবননগরগামী একটি দ্রুতগতির ছোট ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হন দুজন।

স্থানীয়দের সহযোগীতায় আহত দুজন মোটরসাইকেল আরহীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাকে নিয়ে যাওয়ার সময় দুপুরে পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, আহত মাহমুদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান অরো জানান, দুর্ঘটনার পর ছোট ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ হতাহতের ঘটনায় মোটরসাইকেল চালকের ত্রুটি থাকায় তাদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

চুয়াডাঙ্গা মোটরসাইকেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর