জয়পুরহাটে খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৩
জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলায় ববিতা পারভীন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ববিতা পারভীন পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ববিতা গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সকালে পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খালে একটি কিশোরীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ওই খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, স্থানীয়রা ওই কিশোরীর মরদেহ দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে মৃতের কারণ জানা যাবে।
সারাবাংলা/এসকে/এনএস