Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলাসবহুল ৪৯৮ গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৭

বাগেরহাট: জাপান থেকে আমদানি করা ৪৯৮টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে পানামার পতাকাবাহী ওই জাহাজটি।

জাহাজে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে। দুপুর থেকে গাড়ির খালাস কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

‘এমভি লোটাস লিডার’-এর স্থানীয় শিপিং এজেন্ট ‘এনওয়াইকে’র কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোংলা বন্দরে আসা বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা গাড়ি খালাস শেষে আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) জাহাজটি মোংলা বন্দর ছাড়বে।

সারাবাংলা/এমও

জাহাজ টপ নিউজ বিলাসবহুল গাড়ি মোংলা বন্দর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর