Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসীদের গুলিতে আইনজীবী ভুবনের মৃত্যুতে গ্রেফতার এক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৯

ঢাকা: তেজগাঁওয়ে সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলিতে আইনজীবী ভুবনের মৃত্যুর ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মারুফ বিল্লাহ হিমেল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার রাতে পুরান ঢাকা থেকে হিমেলকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি বাকী শ্যুটার সন্ত্রাসীরাও গ্রেফতার হবে।’

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রাইভেটকার আরোহী এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লাগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/ইউজে/এমও

আইনজীবী ভুবন