Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগের অ্যাডভোকেট হলেন ২৫৯ আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৩

ঢাকা: সুপ্রিম কোর্টের ২৫৯ জন আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ৯ সেপ্টেম্বরের সভায় ২৫৯ আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া ৩০১ জনের তালিকাভুক্তির আবেদন মুলতবি রাখা হয়েছে।

আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন- শেখ আতিয়ার রহমান, শাহাদাত ভূঁইয়া, আনোয়ারা শাজাহান, সৈয়দ শাহিনুর রহমান, মো. আব্দুল হাই সিকদার, জুবাইদা পারভীন, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, মোহাম্মদ আবুল হাশেম, সানজিদা খানম, সৈয়দ আলম টিপু, এবিএম রফিকুল হক তালুকদার, ড.শাহদীন মালিক, মো. মিনহাদুজ্জামান, কে এম মাসুদ রুমী, ওয়ায়েস আল হারুনী, এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার, ইয়ারুল ইসলাম, তাপস কান্তি বল, সামসুন্নাহার লাইজু, এম এম জি সারোয়ার, এইচ এম সানজিদ সিদ্দিকীসহ ২৫৯ জন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অ্যাডভোকেট আপিল বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর