Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় আদিবাসী নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৪

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাওনি এক্কা (৫০) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিকে হিলি সোনাপুর সড়কের জসিমের সমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাওনি এক্কা হিলির মাঠপাড়া এলাকার স্বর্গীয় শমা লাকড়ার স্ত্রী। আর আটক মোটরসাইকেল চালকের নাম রুপক শেখ (১৪)। তিনি হিলির চুড়িপট্টি এলাকার রনি শেখের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, জাওনি এক্কা নামের ওই নারী মাথায় ঘাসের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। অপর দিকে রুপক শেখ মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে হিলি থেকে সোনাপুরের দিকে যাচ্ছিলেন। হিলি সোনাপুর সড়কের জসিমের সমিলের সামনে রাস্তা পার হতে গেলে জাওনি এক্কাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে সড়কে ছিটকে পড়ে জাওনি গুরুত্বর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেল চালক রুপক শেখকে আটক করা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে সোপর্দ করা হবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে মামলা করেছেন।

সারাবাংলা/এনইউ

আদিবাসী দুর্ঘটনা নারী নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর