Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনের বাইরে গিয়ে খালেদা জিয়ার বিষয়ে কিছু করার নেই: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২১

ঢাকা: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে বর্তমান আইনের বাইরে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘এখন আইনের যে পরিস্থিতি সেখানে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে বেগম খালেদা জিয়ার আগে যে শর্তযুক্ত মুক্তি সেটাকে বাতিল করতে হবে। বাতিল করার পরে অন্য বিবেচনা করা যাবে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘প্রথমত এ সংক্রান্ত কোনো আবেদন আমাদের কাছে আসেনি, আর আবেদনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠাবে এবং আইন মন্ত্রণালয়ের মতামতের ওপরে নির্ভর করে তার (খালেদা জিয়ার) বিষয়। কারণ এটা আইনের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলি বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রয়েছে এবং সেটা প্রধানমন্ত্রীর মহানুভবতা। এখন আইনের যে পরিস্থিতি সেখানে যদি পরিবর্তন আনতে হয় তাহলে বেগম খালেদা জিয়ার আগে যে শর্তযুক্ত মুক্তি সেটাকে বাতিল করতে হবে। আইনের যে অবস্থান এখন, সে অবস্থানে যেটা করা হয়েছে আইনের অবস্থান থেকে সরকারের কিছু করার নেই।’

বিদেশে খালেদা জিয়াকে নেওয়া সংক্রান্ত কোনো আবেদন আসেনি বলেও ফের উল্লেখ করে আইনমন্ত্রী।

জাতিসংঘ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে বিএনপির এক নেতার বক্তব্য নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি। উনাকে আদালত শাস্তি দিয়েছে। ৪০১ ধারায় তাকে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছে সেটা নির্বাহী আদেশে দেওয়া হয়েছে। সেখানে তার শারিরীক অবস্থা বিবেচনা করে এবং যে শর্তগুলো দেওয়া হয়েছে তা তিনি মেনেছেন। এখানে জাতিসংঘের কথা বলা হয়েছে, সেখানে আমি বলবো আমাদের দেশের আইন অগ্রাধিকার পাবে, সেক্ষেত্রে বর্তমান আইনের অবস্থায় পরিবর্তন করা যাবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

আইনমন্ত্রী খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপাসন