‘সমালোচনাকারীরা আইন দুটি পাশাপাশি রেখে পড়েননি’
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২১
ঢাকা: ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে নতুন যে সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে তা নিয়েও বিভিন্ন মহলে চলছে আলোচনা। বলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইনেরই প্রতিচ্ছবি সাইবার সিকিউরিটি আইনে দেখা যায়। এমন আলোচনা-সমালোচনার জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ সব কথা যারা বলছেন তারা দুইটি আইন পাশাপাশি রেখে পড়েননি। হয়তো শুধু সাইবার সিকিউরিটি আইনটি দেখেছেন আগেরটা পড়েননি। দুটি পড়লেই পার্থক্য বুঝতে পারবেন।
সোমবার( ২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার নিরাপত্তা আইন এক নয়। আশা করছি এটা বাস্তবায়নে কোনো ভুলত্রুটি থাকবে না।
ডিজিটাল সিকিউরিটি আইনে যে বিষয়গুলো ছিল; সাইবার সিকিউরিটিতেও সেগুলো রাখা হয়েছে বলে অনেকের অভিযোগ এবং তারা আশঙ্কা করছেন এটাতেও হয়রানি হতে পারে- জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এমনটি আশঙ্কা করছেন তাদের সঙ্গে আমার কথা বলতে হবে। আমার মনে হয় তারা দুইটি আইন পাশাপাশি রেখে পড়েননি। হয়তো শুধু সাইবার সিকিউরিটি আইনটি দেখেছেন ডিজিটাল সিকিউরিটি আইনটি পড়েননি।
সারাবাংলা/জেআর/এনইউ