Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি’র ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো বস্তাভরা টাকাসহ আটক ২ জনকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বস্তাভরা টাকাসহ আটক দুই ব্যক্তিতে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম জানা যায়নি।

বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এসময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। এই টাকার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি আটকরা।

আটক দু’জনকে জব্দ করা টাকাসহ পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেওয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় টাকা ও আটক দুই জনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। টিম ফিরে এলে বিস্তারিত জানা যাবে। বিজিবি মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

বস্তাভরা টাকা বিজিবি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর